fbpx
শিক্ষা

বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, রুলসহ আজ এ আদেশ দেন।

এদিকে, বুয়েটে ছাত্র রাজনীতি চলতে কোন বাঁধা নেই হাইকোর্টের এমন রায়কে স্বাগত জানিয়েছেন, বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুস সবুর। বলেন, এ রায়ে বুয়েটে চলমান অচলাবস্থা সম্পূর্ণরুপে দূর হবে।

সোমবার দুপুরে বুয়েট প্রশাসনের সঙ্গে বৈঠক থেকে বের হয়ে, রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়া মুক্তবুদ্ধি চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ছাত্র রাজনীতির চর্চা ক্যাম্পাসে উন্মুক্ত করাসহ, বুয়েট প্রশাসনের প্রতি পাঁচ দফা দাবি করেন তিনি।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button