দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোটগ্রহন শেষ,চলছে গগনা
কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের হিজলা উপজেলায় ৪৯টি ভোট কেন্দ্রে এবং মুলাদীতে ৭২ টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
দ্বিতীয় ধাপে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং গৌরীপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্নভাবে সম্পন্ন করতে, প্রতি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রটের নেতৃত্বে বিজিবি ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিলো।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।সকাল ৮টা থেকে দুই উপজেলার ১২৯ টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেলে ৪ টা পর্যন্ত।.
শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেয়ার ভিডিও ধারণ করতে যাওয়ায়,মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের হামলায় অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন। সকালে উপজেলার সেনেরচর ইউনিয়নের ফরাজী দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে।এবার পুরুষের পরিবর্তে নারী ভোটারের উপস্থিতি বেশী লক্ষ করা গেছে।
চাঁদপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ২৮৭টি কেন্দ্রের ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেশের অন্যান্য উপজেলাতেও শান্তিপুর্ণ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে।
বুলবুল / বাংলা টিভি