
আজ ১১ জ্যৈষ্ঠ, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম। নজরুল চির প্রেমের কবি। তিনি বিদ্রোহী রূপটিও প্রবাদপ্রতিম।
ব্রিটিশবিরোধী আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ বাঙালির প্রতিটি আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছে নজরুলের কবিতা ও গান। নজরুলের লেখনিতে ছিলো অসাম্প্রদায়িক চেতনার বানী। কবি রেখে গেছেন অসংখ্য গান, কবিতা, ছোটগল্প আর উপন্যাস।
সাহিত্যের পাশাপাশি করেছেন সংগীত ও চলচ্চিত্র পরিচালনা, এমন কী অভিনয়ও। স্বাধীনতার পরের বছর কবি নজরুলকে সপরিবারে নিয়ে আসা হয় বাংলাদেশে। দেয়া হয় জাতীয় কবির সম্মাননা। কবির মৃত্যুর পর তাঁর ইচ্ছানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়।