
দুই বছরে পদ্মা সেতু থেকে এক হাজার ৬৪৮ কোটি টাকা টোল আদায় করা হয়েছে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সেতু ভবনে পদ্মা সেতু উদ্বোধনের দুই বছর পূর্তি উপলক্ষে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী জানান, পদ্মা সেতু নির্মাণে সাশ্রয় হয়েছে ১৫’শ কোটি টাকা। উদ্বোধনের পর সেতুটিতে এ পর্যন্ত এক কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে।
এছাড়াও, ৬ কিস্তিতে অর্থ বিভাগের ৯৪৮ কোটি টাকা পরিশোধ করার কথাও জানান ওবায়দুল কাদের।
এ সময় খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।
এসআর