fbpx
আওয়ামী লীগ

পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে :কাদের

শিক্ষকদের পেনশন স্কিম শুরু হবে  ২০২৫ সালে, এ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে- বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা শেষে এসব কথা বলেন তিনি। এসময় কাদের বলেন, কোটা আন্দোলনকে ভিন্নপথে নিয়ে যেতে একটি কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।

শনিবার সকালে, রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন সর্বজনীন পেনশনে প্রত্যয় স্কিম নিয়ে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতিনিধিরা।

আলোচনা শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন,  শিক্ষকদের পেনশন স্কিম ২০২৫ সালে পহেলা জুলাই থেকে চালু হবে। একটা বিষয়ে ভুল বোঝাবুঝি ছিলো তা মিটেছে, অচিরেই সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।

এসময়, কোটা আন্দোলন নিয়ে কাদের বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে যারা এখন সড়ক অবরোধ করছে তাদের উস্কানি দিয়ে রাজনীতি করছে একটি মহল।

জনগণের ভোগান্তি সৃষ্টি করা করে ক্লাসে ফিরতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button