আওয়ামী লীগ
স্বাধীনতার পরাজিত অপশক্তির কোনরকম আস্ফালন বরদাস্ত করা হবে না

স্বাধীনতার পরাজিত অপশক্তির কোনপ্রকার আস্ফালন আওয়ামী লীগ মেনে নেবে না- বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি। কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে সরকারবিরোধী আন্দোলনের চেষ্টা চলছে।
এতে বিএনপির সমর্থন ও যোগসাজশ রয়েছে। দেশের অস্তিত্বকে আঘাত করে মুক্তিযুদ্ধবিরোধী স্লোগানের মাধ্যমেই এ আশঙ্কা প্রমাণিত হয়েছে। রাজাকারের চেতনা লালনকারীরাও রাজাকার। এসময় আত্মসীকৃত রাজকারদের জবাব দিতে, ছাত্রলীগসহ স্বাধীনতার সপক্ষের সবাই প্রস্তুত। আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টিকারি যেকোনো অপশক্তিকে কঠোরভাবে প্রতিহত করা হবে।
বাংলা টিভি / বুলবুল