fbpx
আওয়ামী লীগ

অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক করার চক্রান্ত হচ্ছে : কাদের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কোটা আন্দোলন চলছে বলে মন্তব্য  করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, একটা অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করতে চক্রান্ত করা হচ্ছে। বিএনপির পাশাপাশি তাদের কিছু সমমনা দলও এতে যোগ দিয়েছে।

কোটার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে  ‘অপশক্তি’র বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button