fbpx
আওয়ামী লীগ

বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে : কাদের

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীদের পরিবর্তে বিএনপি-জামায়াত তাদের পুরনো আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সন্ত্রাসী গোষ্ঠী শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ জায়গা হিসেবে ব্যবহার করে ইতোমধ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে।  বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।  কাদের বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে।

প্রথম থেকেই পুলিশ সহনীয় ভূমিকা পালন করেছে,যার কারণে রাষ্ট্রপতি বরাবর শিক্ষার্থীরা তাদের স্মারকলিপি সরাসরি দিতে পেরেছে। তবে শিক্ষার্থীরা সরে গেলেও আগুন সন্ত্রাসীরা আবার মাঠে নেমে দেশকে অশান্ত করার পাঁয়তারা করছে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button