fbpx
অপরাধ

কোটা আন্দোলনে দিনভর সারা দেশে সংঘর্ষ, হতাহত অনেক

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ,সংঘাত-সংঘর্ষের ঘটনাও ঘটেছে।সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে  শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।কমপ্লিট শাটডাউনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে কোটা আন্দোলনকারীরা।ঝালকাঠির রাজাপুরের সকল স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ব্যনারে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।

কোটা সংস্কারের দাবিতে টাঙ্গাইল রণক্ষেত্রে পরিনত হয়েছে। আন্দোলনকারী‌দের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘ‌র্ষে পু‌লিশ সাংবা‌দিকসহ ৫০ জন আহত হ‌য়ে‌ছে।গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করে হাজার হাজার শিক্ষার্থী। পঞ্চগড়ে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button