রাজধানী ঢাকাসহ সারা দেশে চলছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন। রোববার (৪ আগস্ট) সপ্তাহের প্রথম কর্মদিবসে তেমন যান চলাচল না থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেককে হেঁটে বা ছোট যানবাহনগুলোতে করে কর্মস্থলে যেতে দেখা যায়।
গণপরিবহণের উপস্থিতি কম থাকলেও কিছু প্রাইভেটকার, মোটরবাইক, সিএনজি ও বাইক চলাচল করতে দেখা গেছে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। কর্মস্থলে পৌঁছতে তাদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ।
ঢাকার বিভিন্ন স্টপেজে গণপরিবহণের জন্য অনেক যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আবার অনেকে গন্তব্যে যাবেন কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন।