এইচএসসি’র স্থগিত হওয়া পরীক্ষা বাতিল করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শিক্ষাসচিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যকার বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে, ফল কীভাবে নির্ধারিত হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে ফলাফল নির্ধারণের প্রক্রিয়া ঠিক করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। এর আগে, স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো না নেয়ার দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের দাবি ছিল, ইতোমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে ফল প্রকাশ করতে হবে।