fbpx
আবহাওয়াজনদুর্ভোগবাংলাদেশ

ঢাকায় তিন ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি

মঙ্গলবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদ জানিয়েছেন, ভোর ছয়টার আগের ঘণ্টা দেড়েকের মাঝে বৃষ্টি হয়েছে ২২ মিলিমিটার।

ঢাকায় একটানা এমন ভারী বৃষ্টিপাত গত কয়েকদিনে দেখা যায়নি। হঠাৎ এত বৃষ্টি হওয়ার কারণ জিজ্ঞেস করলে ওই আবহাওয়াবিদ বলেন, “এটা বর্ষার স্বাভাবিক বৃষ্টি। আগামী কিছুদিন মাঝে মাঝেই এমন বৃষ্টিপাত হবে।”

তবে অন্য সময়ের মতো আজও এই বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে গিয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

সকালে যারা অফিসের উদ্দেশ্যে বের হয়েছেন, লাগাতর বৃষ্টি ও যানবাহন স্বল্পতায় তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

তবে সকালে শুধু ঢাকা না, রাজশাহী বিভাগেও অনেক বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের গতকাল সন্ধ্যা ছয়টার পূর্বাভাসে বলা হয়েছিলো, পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হওয়ার কথাও এতে উল্লেখ আছে।

ওই পূর্বাভাস অনুযায়ী, গতকাল সন্ধ্যা ছয়টার আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিলো কুমিল্লাতে, ৬০ মিলিমিটার।

সংশ্লিষ্ট খবর

Back to top button