fbpx
অর্থনীতি

পুরোদমে কর্মচঞ্চল আশুলিয়া-গাজীপুরের পোশাক কারখানাগুলো

বিশৃঙ্খলা থেকে পোশাক শিল্পকে রক্ষায় ও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আজ  থেকে পুনরায় স্বতঃস্ফুর্তভাবে কাজে যোগদান করেছেন শ্রমিকরা। পুরোদমে শুরু হয়েছে এসব কারখানার উৎপাদন। শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

পোশাক খাতের শ্রমিকদের বিভিন্ন দাবিতে অস্থিরতা নিরসনে সরকারের সাথে বিজিএমইএ এবং বিকেএমইএর বৈঠকের পর নির্দেশনা অনুযায়ী, রোববার থেকে স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন আশুলিয়া ও গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা।

সকাল থেকেই আশুলিয়ায় আবারও ফিরেছে প্রাণচাঞ্চল্য। পুরোদনে উৎপাদন শুরু হয়েছে সকল তৈরী পোশাক কারখানাগুলোর। শিল্পাঞ্চল অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এ ছাড়াও র‌্যাব,বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুনরায় কাজে ফিরতে পেরে খুশি শ্রমিকরা।

এদিকে, গাজীপুরের গার্মেন্টসগুলোতে বেশিরভাগ কারখানার কার্যক্রম স্বাভাবিক হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারো ঘুরে দাঁড়াবে পোশাক শিল্প, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শিল্প পুলিশের তথ্যমতে, গাজীপুরে প্রায় ছোট-বড় দুই হাজারেরও বেশি কারখানা রয়েছে, এবং প্রায় ২২ লাখ শ্রমিক কাজ করছেন।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button