fbpx
অনুষ্ঠানঅন্যান্যবাংলাদেশ

খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নাবীর আনন্দ মিছিল অনুষ্ঠিত

খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা:) এবং ইসলামী ঐক্য সপ্তাহ পালিত হয়েছে।  এ উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) নগরীতে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি যৌথভাবে আয়োজন করে, সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা এবং আঞ্জুমান-এ-পাঞ্জাতানী।  মিছিলে নেতৃত্ব দেন, ইসলামিক ব্যক্তিত্ব মওলানা ইব্রাহিম ফায়জুল্লাহ এবং খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি।

WhatsApp Image 2024 09 16 at 5.29.09 PM

মিছিলটি খুলনার রয়েল মোড় থেকে শুরু হয়ে ডাকবাংলা মোড়ে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও আলোচনা সভা।

আলোচনায় বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে মুহাম্মদ (সা:) এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

এসময় বক্তারা বলেন, মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য নানা ষড়যন্ত্র চলছে। সেসব থেকে সতর্ক থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করে তারা বলেন, একমাত্র ঐক্যের মাধ্যমেই এই ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button