fbpx
বাংলাদেশবিএনপিরাজনীতি

আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই: মেজর হাফিজ

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। আজ রোববার (২২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ আয়োজিত ‘বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জন-মালিকানা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মেজর হাফিজ বলেন, যারা এই দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে, যারা রাজপথে সাধারণ মানুষকে গুলি করে মেরেছে; বাংলাদেশে সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, এদের মধ্যে কোনো কোনো উপদেষ্টা আওয়ামী লীগকে পুর্নবাসনের চেষ্টা করছে। তাদের কাছে প্রত্যাশা, দ্রুত সময়ে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সেনাবাহিনী ভুল করেছে দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে। যারা আশ্রয় নিয়েছে, তাদের বিচার হওয়া উচিত। এই বিপ্লব যেন ব্যর্থ না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button