আইন - শৃঙ্খলাবাংলাদেশ
একদিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার
খাগড়াছড়িতে গণপিটুনিতে এক শিক্ষকের মৃত্যুকে সংঘর্ষের জের ধরে খাগড়াছড়িতে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে ১৪৪ ধারা জারি করে পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রশাসন।
এই ঘটনায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
তবে, গণপিটুনিতে নিহত ও সংঘর্ষকে কেন্দ্র করে জেলা সদরসহ অন্যান্য উপজেলাগুলোতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তাঘাটে মোতায়েন রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। কিছুক্ষণ পরপর তাদেরকে বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে।
এরই মধ্যে মঙ্গলবারের পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।
ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার একটি মামলা করেছে নিহত শিক্ষকের বিরুদ্ধে। এছাড়া সরকারি কাজে বাধাদান, ভাঙচুরের ঘটনায় হয়েছে আরো একটি মামলা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির আহ্বায়ক রোজলীন শহীদ চৌধুরী বলেন, “ আজকের পরিস্থিতি ভালো।