fbpx
অন্যান্যপড়াশোনাবাংলাদেশ

ডিআরইউ লাইব্রেরিতে বই উপহার দিলো ‘শৈল্পিক স্বপ্ন’

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরীতে ‘শৈল্পিক স্বপ্ন’ এর পক্ষ থেকে ৩৭০টি বই উপহার দেয়া হয়েছে। বইগুলোর মধ্যে রয়েছে কবিতা, উপন্যাস, ইসলামিক বই, প্রবন্ধ, মুক্তিযুদ্ধ ও অর্থনৈতিক বিষয়ক বই।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে শৈল্পিক স্বপ্ন এর উপদেষ্টা ও সংগঠনের স্থায়ী সদস্য এম এম বাদশাহ ডিআরইউ’র সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীমের কাছে বইগুলো হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, ডিআরইউ’র কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন মহিন ও মো: শরীফুল ইসলাম।

সংগঠনের লাইব্রেরিতে বই দেয়ায় শৈল্পিক স্বপ্নকে ধন্যবাদ জানিয়েছেন,ডিআরইউ এর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button