
লালবাগে মাদরাসা উম্মুল কুরা লি-উলুমিল কোরআন বাংলাদেশ-এর মিলনায়তনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হানের সভাপতিত্বে বুধবার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর এই সভা আহবান করেন।
কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়ে আন্তর্জাতিক সম্মেলনের নানাদিক নিয়ে আলোচনা ও কার্যকরী বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইউসুফ এবং সমন্বয়ক মাওলানা আবদুর রহমান মৃধার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মাসউদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা সুলাইমান নোমান তাফহীম, নির্বাহী সদস্য ও মতিঝিল জোন সদস্য সচিব মাওলানা জিয়াউর রহমান, নির্বাহী সদস্য ও লালবাগ জোন সদস্য সচিব মাওলানা আনোয়ার হোসাইন, নির্বাহী সদস্য মাওলানা আবদুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য মাওলানা মাহফুজুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা আবু সালেহ, নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদ নূরী, গুলশান জোন আহ্বায়ক মাওলানা মিজানুর রহমান, গুলশান জোন সদস্য সচিব মুফতী মনিরুজ্জামান মাহমুদী, মাওলানা ক্বারী লুৎফর রহমান, আল্লামা ক্বারী ঈদ্রিস সাব রহ. এর সাহেবজাদা মাওলানা ক্বারী আহমদ ঈদ্রিস, আল্লামা হাবিবুর রহমান (হাজি সাব) রহ. এর সাহেবজাদা মাওলানা ইসমাঈল হাবিব, মাওলানা মোশাররফ হোসাইন প্রমুখ।
অনলাইনে যুক্ত ছিলেন নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন শুরু হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে চুড়ান্ত কেন্দ্রীয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামী বছর ৩ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে।সম্মেলনে বাংলাদেশসহ ৮টি দেশের বিখ্যাত ক্বারী ও বরেণ্য ব্যক্তিবর্গ অংশ নেবেন। এ ছাড়া সরকারের কয়েকজন উপদেষ্টা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কুটনীতিকরা এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।