fbpx
আন্তর্জাতিকবাংলাদেশ

‘নয়া ইসলামী সভ্যতা বিনির্মাণ করতে হলে মানব-মর্যাদা নিশ্চিত করতে হবে’

ইসলামের দৃষ্টিতে একটি সভ্য সমাজ তখনই গড়ে উঠবে, যখন অভ্যন্তরীণ কলহ-বিবাদ-ভেদাভেদ থাকবে না। এজন্য আগে প্রয়োজন ঐক্য সবার, আর তার সাথে থাকতে হবে জ্ঞান।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন, ইরানের ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব আহলুল বাইতের মহাসচিব আয়াতুল্লাহ রেজা রামাজানি।

‘নয়া ইসলামী সভ্যতা বিনির্মানের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে  আয়াতুল্লাহ রেজা রামাজানি বলেন, সব যুগের যে জিজ্ঞাসা, চাহিদা ও প্রয়োজন তা মেটানোর সক্ষমতা ইসলামি সভ্যতার আছে। সভ্য সমাজ গড়তে সবার আগে মানবমর্যাদা নিশ্চিত করতে হবে। তাকওয়াসম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে। তিনি বলেন, যারা জ্ঞানী, সচেতন এবং জাগ্রত তারাই উন্নত জাতি। সভ্য সমাজে জীবনের ভিত্তি হবে ঈমান ও বিশ্বাস। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চা করতে হবে এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে। শুধু বস্তু-জাগতিক বিষয় নয় আধ্যাত্মিক দিকের প্রতিও দৃষ্টি দিতে হবে।

WhatsApp Image 2025 01 04 at 8.57.54 PM

আয়াতুল্লাহ রেজা রামাজানি বলেন, সমাজের প্রত্যেককে দায়িত্বপরায়ণ হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও লড়াই করতে হবে। দুর্নীতিকে প্রশ্রয় দেয়া যাবে না। নিজে যেমন জুলুম করা যাবে না, অন্যকেও জুলুম করতে দেয়া যাবে না।

ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব আহলুল বাইতের মহাসচিব আরও বলেন, ভারসাম্যপূর্ণ সমাজ গড়তে হবে। আখলাকের ওপর গুরুত্ব দিতে হবে। ইহকালীন জীবনের মধ্যে সীমাবদ্ধ হলে চলবে না, পরকালীন চিন্তা থাকতে হবে। পাশাপাশি সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক আবদুস সালাম খান, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন এবং ইরানের রিলিজিয়ন্স ও ডেনোমিনেশনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইয়্যেদ মাহদী মুসাভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেযা মীরমোহাম্মাদী।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button