fbpx
আইন-বিচারঅপরাধবাংলাদেশ

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী লায়লা গ্রেফতার

ছাগলকাণ্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বহুল আলোচিত ছাগলকান্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। তাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button