fbpx
অন্তর্বর্তী সরকারআইন-বিচারবাংলাদেশরাজনীতি

ফেব্রুয়ারির মধ্যে সব রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

আগামী ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় আসিফ নজরুল উল্লেখ করেন, এখন পর্যন্ত ২৫ জেলায় আড়াই হাজার এমন মামলা শনাক্ত করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে। এ ধরনের বাকি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করা হবে।

এছাড়া, সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে দায়েরকৃত সব মামলা ২ সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানান আইন উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, ৫ আগস্টের পরে যেসব হয়রানিমূলক মামলা হয়েছে, এর একটাও সরকার করেনি। এই মামলাগুলোর বস্তনিষ্ঠতা না থাকলে পুলিশ যেন কাউকে গ্রেফতার না করে সেজন্য সরকার নির্দেশনা দিয়েছে। বিচার বিভাগ এখন স্বাধীন, ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবে।

এ সময় তিনি জানান, বিচারক নিয়োগে নতুন অধ্যাদেশ হচ্ছে। এর আওতায়, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হবে। এর মাধ্যমে বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হবে।

বিবাহের ওপর আরোপিত করও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে এ সময় তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button