উত্তর ইসরাইলে ফিরতে চায় না ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সামরিক শক্তির ভয়ে ইসরাইলের উত্তরাঞ্চলের ইহুদি বসতি স্থাপনকারীরা সেখানে ফিরে আসতে অস্বীকৃতি জানাচ্ছে। তারা আশঙ্কা করছে, হিজবুল্লাহর সাথে ইসরাইলের নতুন করে সংঘর্ষ শুরু হলে আবার তারা বিপদের মুখে পড়বে।
হিজবুল্লাহর সফল সামরিক অভিযানের কারণে বসতি স্থাপনকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়ে যাওয়ার বিষয়টি গতকাল (মঙ্গলবার) ইসরাইলি গণমাধ্যম তুলে ধরেছে।
ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের শুরু থেকেই হিজবুল্লাহর যোদ্ধারা ক্ষেপণাস্ত্র, রকেট এবং ড্রোন হামলা চালিয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং এতে ইসরাইলের উত্তরাঞ্চলে অনেক বসতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে লাখ লাখ ইসরাইলি ঘরবাড়ি ছেড়ে চলে যায়। এখন বসতি স্থাপনকারীদের ফিরে আসা নিশ্চিত করতে দখলদার সরকারকে জোর প্রচেষ্টা চালাতে হচ্ছে। তবে, চলে যাওয়া ইসরাইলিরা বলছে, হিজবুল্লাহর ক্রমবর্ধমান শক্তি দেখে তারা ভীত।
উচ্চ গ্যালিলির আভিভিম বসতি থেকে উদ্বাস্তু হওয়া একজন বসতি স্থাপনকারী বলেন- “আমি খুব চিন্তিত। আমি ৩২ বছরের বাড়ি ছেড়ে এসেছি এবং ফিরে আসার কোনো পথ দেখতে পাচ্ছি না।”