fbpx
বাংলাদেশনির্বাচনরাজনীতি

সংস্কার ছাড়া নির্বাচন নয়: জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংস্কার ছাড়া কোনো সুষ্ঠু সম্ভব নির্বাচন নয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনসহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধি দল।

বৈঠক শেষে ব্রিফ করেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “আমরা ২৩টি পয়েন্টের লিখিত প্রস্তাব দিয়েছি। তবে মূল পয়েন্ট হলো সংস্কার ছাড়া নির্বাচন নয়। অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের যে সমস্ত অঙ্গ ও বিভাগগুলো জড়িত, সেগুলো সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না।”

তিনি আরও বলেন, “আমরা পুরো রাষ্ট্র সংস্কারের কথা বলছি না। রাষ্ট্র সংস্কারে সময় লাগে। এটা নির্বাচিত সরকারের দায়িত্ব।”

“শুধুমাত্র নির্বাচন করতে যে সংস্কারটুকু ন্যুনতম প্রয়োজন তা অন্তর্বর্তী সরকারের করতে হবে। তার জন্য যেটুকু যৌক্তিক সময়ের প্রয়োজন হবে, জামায়াতে ইসলামী তার জন্য প্রস্তুত।”

সংশ্লিষ্ট খবর

Back to top button