fbpx
খেলাধুলাআন্তর্জাতিকফুটবলরাজনীতি

এরদোয়ানের দলে যোগ দিলেন জার্মান বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল

এবার জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী মেসুত ওজিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) দলের সদস্য নির্বাচিত হয়েছেন।

গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন ওজিল। এর আগে, ২০২৩ সালে ফুটবল থেকে অবসর গ্রহণ করেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই এরদোয়ানের সমর্থক ছিলেন ওজিল।

২০১৯ সালে যখন সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করেন ওজিল, তখন তার ‘বেস্টম্যান’ হিসেবে বিয়েতে উপস্থিত ছিলেন এরদোয়ান।

এর আগে জার্মান সরকার এবং দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনেন ওজিল। তখন ওজিলের এমন অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

উল্লেখ্য, তুরস্কের শাসনকারী রক্ষণশীল দলের প্রধান হিসেবে নবমবারের মতো এরদোয়ান পুনঃনির্বাচিত হন ২০০২ সালে।

সংশ্লিষ্ট খবর

Back to top button