আইন-বিচারবাংলাদেশ

১১৬ বার বাড়লো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের সময়

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় ১১৬ তম বারের মতো বাড়িয়েছে আদালত।

 ওই হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল রোববার । কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত ১১৬তম বারের মতো সময় বাড়িয়েছে। পরবর্তী আদেশের জন্য ৬ই এপ্রিল সময় নির্ধারণ করেছে আদালত।

২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য ছয় মাস সময় বেঁধে দেয়া হয়।

সেই সময় শুনানিতে হাইকোর্ট বলেন, ‘আশা করি এবার ন্যায়বিচার নিশ্চিত হবে এবং তদন্তের জন্য দেওয়া এবারের ছয় মাস মানে ছয় মাস।’

সংশ্লিষ্ট খবর

Back to top button