fbpx
অর্থনীতিবাংলাদেশ

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার

চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ২৫২ কোটি ৮০ লাখ ডলার। যা আগের বছর ফেব্রুয়ারির চেয়ে ৫০ কোটি ৬০ লাখ ডলার অর্থাৎ ২৫ শতাংশ বেশি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মোট রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ২০ লাখ ডলার।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে সর্বমোট ১ হাজার ৮৪৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের বছর একই সময়ের চেয়ে ২৩ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ ডলার।  সে হিসেবে এই সময়ে আগের চেয়ে ৩৫৫ কোটি ৫০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে। রেমিট্যান্সে বাড়তি প্রণোদনা ও হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানোকে নিরুৎসাহিত করায় রেমিট্যান্স বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button