খেলাধুলাক্রিকেট

আফগানিস্তান ক্রিকেটের নিষেধাজ্ঞা চায় এইচআরডব্লিউ

আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওপর চাপ ছিল আগ থেকেই৷ এবার বিশ্বজুড়ে রাষ্ট্র ও অ-রাষ্ট্রীয় পক্ষের মানবাধিকার লঙ্ঘনের ওপর গবেষণা ও সমর্থন পরিচালনাকারী একটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) আইসিসির কাছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছে।

আফগানিস্তানে তালেবান শাসন শুরুর পর থেকে দেশটিতে বন্ধ হয়ে গেছে নারীদের সব ধরনের খেলায় অংশগ্রহণ। অনেকেই অন্য দেশে পাড়ি জমিয়ে খেলছেন ক্লাব ক্রিকেট। এর প্রতিবাদে আফগানিস্তানের ছেলেদের দলের সাথে দুইবার দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে এইচআরডব্লিউ গত শুক্রবার আইসিসি সভাপতি জয় শাহকে লেখা এক চিঠিতে আরও কঠোর শাস্তির আবেদন জানিয়েছে।

“আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন জানাচ্ছি যে, যতক্ষণ পর্যন্ত না মেয়েরা দেশটিতে আবার শিক্ষা ও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে, ততক্ষণ পর্যন্ত যেন তালেবান শাসিত আফগানিস্তানকে আইসিসির সদস্যপদ এবং আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করা থেকে নিষিদ্ধ করা হয়। আমরা আইসিসিকে জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত নির্দেশিকা নীতিমালার ওপর ভিত্তি করে একটি মানবাধিকার নীতি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।”

আইসিসির কাছে এইচআরডব্লিউর এই চিঠিটি এসেছে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের প্রাক্কালে। চিঠিতে হিউম্যান রাইটস ওয়াচের গ্লোবাল ইনিশিয়েটিভসের পরিচালক মিঙ্কি ওয়ার্ডেন আইসিসি সভাপতি মনে করিয়ে দিয়েছেন যে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় আফগানিস্তানে নারী অধিকারের ওপর নিষেধাজ্ঞা অলিম্পিক সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য, চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট (ইসিবি) আফগান বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল। এবার সরাসরি শাস্তির দাবিই জানাল এইচআরডব্লিউ।

সংশ্লিষ্ট খবর

Back to top button