
ঈদে মুক্তির দৌড়ে যুক্ত হয়েছে আরও একটি সিনেমা ‘চক্কর ৩০২’। নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনের প্রথম চলচ্চিত্র এটি। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোশাররফ করিমকে। এছাড়াও রয়েছেন তারিন জাহান, রওনক হাসান, সুমন আনোয়ার, শ্বাশ্বত দত্ত সহ অনেকে।
শহরে রহস্যজনকভাবে খুন হলে প্রকৃত অপরাধীকে ধরার দায়িত্ব পড়ে গোয়েন্দা বিভাগের চৌকস কর্মকর্তার কাঁধে। নিজের টিমকে সাথে নিয়ে এক এক করে রহস্যের জট খুলতে থাকেন তিনি। পাশাপাশি তার জীবনেও আছে পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়েন।
ঠিক এমনই একটি গল্প নিয়ে প্রথমবারের মত বড় পর্দায় হাজির হচ্ছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। সিনেমায় রহস্যের জট খুলতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। আমাদের দেশে এ ধরনের গোয়েন্দা চরিত্র নিয়ে আগে বড় পর্দায় সেভাবে কাজ হয়নি বলে জানালেন নির্মাতা।
মোশাররফ করিমের সাথে আগেও বেশ কিছু কাজ করেছেন এই নির্মাতা। পাশাপাশি কাজের বাইরেও আছে দু’জনের সুসম্পর্ক। ঈদে মুক্তি প্রতিক্ষীত অন্যান্য সিনেমার সাথে তুলনা নিয়ে নির্মাতা বলেন, দর্শক কোনটা গ্রহণ করবে সেটা তাদের উপর নির্ভর করে। তবে সিনেমা নিয়ে নির্মাতা সন্তুষ্ট।
সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান, শ্বাশ্বত দত্ত, রওনক হাসানসহ অনেকে। চক্কর ৩০২ – দর্শকদের রহস্য রোমাঞ্চের আলাদা এক স্বাদ দেবে এমন প্রত্যাশা নির্মাতার।