fbpx
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৩৪২

ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, নিহতের সংখ্যা বেড়ে ৩৪২ জনে দাঁড়িয়েছে।

দীর্ঘ দুই সপ্তাহ পর, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন না করেই হামাসকে প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর জন্য চাপ দেয় ইসরায়েল। হামাস সেই দাবি প্রত্যাখ্যান করলে, নেতানিয়াহুর সরকার গাজায় সব ধরনের পণ্য প্রবেশ বন্ধ রাখে ১৬ দিন ধরে। এরপরও কাজ না হওয়ায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল।

মঙ্গলবারের (১৮ মার্চ) হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসে অন্তত ৭৭ জন এবং গাজা সিটিতে ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরার সূত্র। এছাড়া, দেইর আল-বালাহ ও রাফায়ও হামলা চালানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের বেশিরভাগই শিশু। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের হামলার ফলে যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে ভেস্তে গেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি সামরিক বাহিনীকে ‘কঠোর পদক্ষেপ’ নিতে নির্দেশ দিয়েছেন, কারণ হামাস যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়নি। অন্যদিকে, হামাস বলছে, নেতানিয়াহুর এই সিদ্ধান্ত জিম্মিদের ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার শামিল।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, হামলার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে।

ইসরায়েলের ১৮ মাসের আগ্রাসনে গাজার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button