fbpx
খেলাধুলাফুটবল

ভারতেও ফাহমিদুল ইস্যুতে প্রশ্নবাণে বিদ্ধ বাংলাদেশি কোচ

ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ভারতের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে রেখেছিল বাংলাদেশ। যদিও অনুশীলন ক্যাম্পে সামর্থ্যের প্রমাণ দিয়েও মূল দলে ঠাই হয়নি তার। ফাহমিদুলকে দল থেকে বাদ দেয়া স্বাভাবিকভাবে নিতে পারেননি দেশের ফুটবলের সমর্থকরা।

ফাহমিদুলকে বাদ দেয়ার প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদও করেছেন সমর্থকরা। সমর্থকদের একটি অংশ দেখা করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে। এমনকি ক্রীড়া উপদেষ্টাও এ নিয়ে তাবিথের সঙ্গে কথা বলেন।

অনেক ঝামেলার পরও নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। ফাহমিদুলকে ছাড়াই এরই মধ্যে ভারতেগিয়ে শিষ্যদের নিয়ে অনুশীলনে নামেন তিনি। আর অনুশীলন শেষে সংবাদ সম্মেলন এসে ফাহমিদুলকে নিয়ে প্রশ্নবাণে বিদ্ধ হতে হয়েছে স্প্যানিশ কোচকে।

ফাহমিদুলকে নিয়ে প্রশ্নের জবাবে ক্যাবরেরা বলেন, আমাদের সম্পূর্ণ মনোযোগ ভারত ম্যাচ। ভারতের বিপক্ষে অন্য যে কোনো ম্যাচের চেয়ে আমরা প্রস্তুত। আমার সময়ের (বাংলাদেশে তার কোচিংয়ের তিন বছর) যে কোনো মুহূর্তের চেয়ে এখন বেশি প্রস্তুত।

ভারতের বিমান ধরার আগে অবশ্য ফাহমিদুলের বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ কোচ। এ প্রসঙ্গে তখন তিনি বলেছিলেন, আমি গত এক মাস ধরে অনুসরণ করছি তাকে। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। সে আমাদের সঙ্গে এক সপ্তাহ ছিল। তবে আমার মনে হয়েছে তার আরও সময় দরকার।

তিনি আরও বলেন, তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। সে প্রতিভাবান খেলোয়াড়, খুবই তরুণ। তবে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বাকি যারা আছে তারা তার চেয়ে বেশি প্রস্তুত।

সংশ্লিষ্ট খবর

Back to top button