অন্যান্যবাংলাদেশ

ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারণা প্রতিরোধে সাংবাদিকদের প্রকৃত ঘটনা তুলে ধরার আহবান স্বরাষ্ট্র উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী ভারতীয় কিছু মিডিয়ায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচার রোধে দেশের সাংবাদিকদের প্রকৃত ঘটনা প্রকাশের আহবান জানিয়েছেন। আজ নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যস্নান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রচারণা প্রতিরোধে সরকার কি ব্যবস্থা নিয়েছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা প্রকৃত ঘটনা প্রকাশ করলেই তো হয়ে যায়।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে দাবী করে লেফট্যানেন্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,আমরা এখানে সব ধর্মের মানুষেরা মিলেমিশে বসবাস করছি।

এবারে পুণ্যস্নানের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গৃহীত ব্যবস্থা ভুয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্থানীয় সুত্রে জানা গেছে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যস্নানে এই প্রথম কোন মন্ত্রী পদমর্যাদার ব্যাক্তি আসলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার পরিদর্শনকালে ঢাকার
বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী,ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ,পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন, ডাঃ এ এফ এম মুশিউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, বন্দর উপজেলা নির্বাহী অফিসার, মো: মোস্তাফিজুর রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন।
লেফট্যানেন্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়ায় এবার পুণ্যস্নানে অনেক বেশি মানুষ এসেছে।
শুধু নিরাপত্তা বিষয়ে না,এবার পুণ্যস্নান উপলক্ষে ব্রহ্মপুত্র নদের পানিও বিশেষত ব্যবস্থায় পরিষ্কার করা হয়েছে। এতে ভক্তরা স্বাচ্ছন্দ্যে পুণ্যস্নান করতে পারেন।
লাঙ্গলবন্দে পুণ্যস্নানের ঐতিহাসিক স্থানকে পর্যটন কেন্দে রুপান্তরের বিষয় তিনি বলেন,জেলা প্রশাসন পর্যটন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
তবে আমি মনে করি পর্যটন কেন্দ্রে রুপান্তর করার ক্ষেত্রেও লাঙ্গলবন্দের পুণ্যস্নানের ধর্মীয় দিকটা যেন সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button