fbpx
দুর্ঘটনাবাংলাদেশ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৫ আহত ৩৫

ফরিদপুরের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশের খাদে পড়ে গেছে । এতে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সদরের গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুট মিলের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস বাখুন্ডা জোবায়দা করিম জুটমিলের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে তিনপুরুষ ও দুজন নারী বলে জানিয়েছেন ওসি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে সড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button