ভারতে বাংলাদেশের টিভির যে চ্যানেলগুলি বন্ধ করেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, ভারতে বাংলাদেশের টেলিভিশননের যে চ্যানেলগুলি বন্ধ করেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক। তিনি বলেন, জোরে কথা বলা, নাটক তৈরি করাই তাদের কাজ।
আজ শনিবার (১০ মে) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ভারতীয় চ্যানেল বন্ধের ব্যাপারে প্রেস সচিব বলেন, গণমাধ্যমগুলো বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে। সেখানে কোনো দায়িত্বশীল সাংবাদিকতা নেই। এখন দেখার বিষয় তাদের দায়িত্বশীল মিডিয়াগুলো আসলে কতটা ভালো সাংবাদিকতা করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক, বাসস এর বিশেষ প্রতিনিধি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এসএম রাশিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান এবং উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
প্রেস সচিব মো. শফিকুল আলমসহ অতিথিরা অনুষ্ঠাস্থলে পৌঁছালে তাদেরকে লাল গালিচায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানায়।