fbpx
দেশবাংলাবাংলাদেশ

এবিএম কামাল উদ্দিন খানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

আজ মঙ্গলবার (২০ মে ২০২৫) মরহুম এবিএম কামাল উদ্দিন খানের ১৮তম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের এদিন নিজ কারখানা পরিদর্শনে যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি।

WhatsApp Image 2025 05 20 at 3.40.58 PM 1

নর্থ সাউথ ইউনিভার্সিটির ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, খ্যাতিমান শিল্পপতি এবং নিবেদিতপ্রাণ সমাজসেবক ছিলেন তিনি। এই দিনে, তাঁর পরিবার ও নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

WhatsApp Image 2025 05 20 at 3.40.57 PM

মরহুম এবিএম কামাল উদ্দিন খান ছিলেন একজন দূরদর্শী স্বপ্নদ্রষ্টা, যিনি বাংলাদেশে বেসরকারি উচ্চশিক্ষার পথিকৃত প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠালগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ছিলেন মিনহাজ গ্রুপের চেয়ারম্যান, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের স্পনসর ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং গুলশান ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি।

WhatsApp Image 2025 05 20 at 3.40.57 PM 1

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিত্তি স্থাপন, বিকাশ এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিটি ধাপে মরহুম এবিএম কামাল উদ্দিন খানের অবদান ছিল অপরিসীম ও অনস্বীকার্য। তিনি কেবল একজন প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা ছিলেন না; তিনি ছিলেন একজন আদর্শবাদী শিক্ষানুরাগী, দূরদর্শী ব্যবসায়ী এবং সমাজের প্রতি দায়বদ্ধ এক নিবেদিতপ্রাণ নেতৃত্ব।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button