জামায়াতবাংলাদেশরাজনীতি

জামায়াতের সমাবেশে লাখো মানুষের ঢল

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নামে। সমাবেশ শুরু হয় শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায়। অথচ ফজরেই পূর্ণ হয়ে গেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম বাড়ে। উদ্যান ছাড়িয়ে চারপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয় নেতাকর্মীদের উপস্থিতি।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন দিক থেকে মিছিল আসছে উদ্যান অভিমুখে। সমাবেশস্থলে ঢুকতে তাদের বেগ পেতে হয়। রমনা গেট থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করতে দেখা গেছে।

দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করেন। নেতাকর্মীদের অনেকের হাতে ছিল তাদের দলীয় প্রতীক দাাঁড়িপাল্লা । দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট,পাঞ্জাবি পরে এসে আসেন হাজার নেতা কর্মী।

বেলা বাড়ার সাথে সাথে মেট্রোরেলের স্টেশন, বাংলা একাডেমির সামনে ও দোয়েল চত্বরসহ উদ্যানের বাইরে আশপাশের বিভিন্ন এলাকা হয়ে উঠে লোকে লোকারণ্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button