জামায়াতরাজনীতি

দেশের গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি আধিপত্যবাদের দোষররা ঘাপটি মেরে বসে আছে: মিয়া গোলাম পরওয়ার

দেশের গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি আধিপত্যবাদের দোষররা ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শহীদ আবরার ফাহাদ দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময় মিয়া গোলাম পরওয়ার বলেন,জনগণের আকাঙ্ক্ষা পূরণে বাধা দিচ্ছে কিছু কিছু দল। কোন দল মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে।তিনি বলেন, নির্বাচনের আগে এমন রাষ্ট্র কাটামো তৈরি করতে হবে যেন ভবিষ্যতে কোন সরকার ফ্যাসিবাদ না হয়ে উঠে।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button