
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোর এবং সিগন্যালস কোর-এর রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ আজ যথাক্রমে নাটোর এবং যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এ অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল ইফতেখার আনিস, বিএসপি, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিইঞ্জ, মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

অন্যদিকে, যশোর সেনানিবাসে অবস্থিত সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল (এসটিসিএন্ডএস)-এ সিগন্যালস কোরের রিক্রুটদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, এমআইএসটি।

এই চৌকস ও মনোজ্ঞ কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হন। প্রধান অতিথিরা তাদের বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস এবং ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস কোরের অবদান তুলে ধরেন। পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নবীন সৈনিকদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), অন্যান্য পদবির সৈনিক, প্রশিক্ষণপ্রাপ্ত রিক্রুটদের পরিবার এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।
এসআর/বাংলা টিভি



