দেড় যুগেই ২৪ হাজার কোটি ডলার পাচার হয়েছে

গত ১৬/১৭ বছরে বাংলাদেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে যা আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে— এমনটাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১৭ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত এক আলোচনা এ কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, ২৪০ বিলিয়ন ডলার মানে প্রতি বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার। বছরে ১৩৬ বিলিয়ন ডলারের অর্থ হলো ২১ লক্ষ কোটি টাকা। আমার দেশের এক বছরের বাজেট প্রায় ৭ লক্ষ কোটি টাকা। দেশের তিন বছরের বাজেটের সম পরিমাণ টাকা প্রতিবছর লুটপাট করা হয়েছে। লুটেরা পালিয়ে গিয়ে বিদেশে শান্তিতে বসবাস করছে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ লুটপাটের পক্ষে না, তারা এর বিপক্ষে। তারা খুনিরও বিপক্ষে। সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মানের জন্য জিয়া সাইবার ফোর্স গঠিত হয়েছে।
জিয়া সাইবার ফোর্স-এর ঝিনাইদহ জেলা সমন্বয়ক মাহাবুবুর রহমানের সঞ্চালনায় ও জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রজিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, সিনিয়র সহ সভাপতি সাবেক মেয়র খলিলুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান বাবলুসহ আরও অনেকে।



