আইন-বিচার
অবকাশ শেষে রোববার নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট

টানা ৪৫ দিনের অবকাশ শেষে আগামীকাল রোববার (১৯ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। এরইমধ্যে ৬৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর থেকে সুপ্রিমকোর্ট ও হাইকোর্টে অবকাশ শুরু হয়। এই সময়ের মধ্যে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগকে সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে বেশকয়েকটি বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি। এসব বেঞ্চে বিভিন্ন মামলায় শুনানি ও আদেশ হয়েছে।
এছাড়াও, আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে শুনানির জন্য বিচারপতি ফারাহ মাহবুবকে মনোনীত করেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
হাসান মাহমুদ / বাংলা টিভি



