মালদ্বীপে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে বাংলাদেশ হাইকমিশন ও ডব্লিউএইচও-এর যৌথ উদ্যোগ

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: (২১ অক্টোবর) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস. পেইডেন-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা মালদ্বীপের স্বাস্থ্য খাতের চলমান সংস্কার কার্যক্রমে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গঠনমূলক আলোচনা করেন। বিশেষ করে প্রবাসী সম্প্রদায়ের—এর মধ্যে বাংলাদেশি কর্মীদের—স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিত করার ওপর উভয় পক্ষই বিশেষ গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে সংক্রামক ও অসংক্রামক রোগ (NCDs) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ সময় “হেলথ ডিপ্লোমেসি ডায়ালগ” এবং স্বাস্থ্যসচেতনতা বিষয়ক যৌথ কর্মসূচি—যেমন সেমিনার, প্রদর্শনী ও বিশেষ অনুষ্ঠান—আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, যা বাংলাদেশ হাইকমিশন,
ডব্লিউএইচও ও মালদ্বীপ সরকার যৌথভাবে বাস্তবায়ন করতে পারে।
উভয় পক্ষই স্বাস্থ্য কূটনীতির লক্ষ্য অর্জনে বাংলাদেশ হাইকমিশন ও ডব্লিউএইচও কান্ট্রি অফিসের মধ্যে নিয়মিত প্রাতিষ্ঠানিক সমন্বয় বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



