দেশবাংলাবাংলাদেশ

দুই নেতার নেতৃত্বে জাতি পুনর্গঠন হবে: এম এ মালিক

বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে তার প্রতি দোয়া চেয়েছেন দলীয় উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ হয়ে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দিবেন এবং তারেক রহমানের প্রতিশ্রুত “রেইনবো নেশন” গঠনের মাধ্যমে দুই নেতার (খালেদা জিয়া ও তারেক রহমান) নেতৃত্বে দেশ পুনর্গঠনের পথে এগিয়ে যাবে।

বুধবার (২২ অক্টোবর) সিলেটের কালীগঞ্জ এম. ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ তার আগমন উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করে।

এম এ মালিক বলেন, “দেশের প্রথম রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমি বলতে চাই, মহান আল্লাহই জানেন, গুম হওয়া এম. ইলিয়াস আলী এখনো জীবিত আছেন কি না।”

তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। সেই সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের মাটি ব্যবহার করে বর্তমান ফ্যাসিস্ট সরকার আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।”

তিনি দাবি করেন, “গত ১৫ বছরে দেশের যুব সমাজ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার মানুষ ভোট দিতে চায়, জনগণ প্রস্তুত।”

এম এ মালিক অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণকে আগামী নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, দেশনেত্রী খালেদা জিয়া তাকে দেশে থেকে জনগণের সেবা করতে নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button