বাংলাদেশঢালিউডবিনোদন

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান!

শোবিজে কান পাতলেই শোনা যেত, নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে প্রেম করছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি খবর ছড়ায় তাদের প্রেম ভেঙে গেছে! তবে এবার সাদিয়া আয়মান কার্যত স্বীকারই করেছেন প্রেমের সম্পর্কের বিষয়টি।

দেশের একটি গণমাধ্যমের ভিডিও স্ট্রিমিংয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। উপস্থাপিকা মৌসুমী মৌ একটি চিরকুট ধরিয়ে দেন সাদিয়া আয়মানের হাতে। সেই চিরকুটে লেখা ছিল, প্রেম বিষয়ক প্রশ্নটা।

এতে বলা হয়, রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন সত্য নাকি মিথ্যা? এর উত্তরে সাদিয়া আয়মান বলেন, যে গুজব রটে, সেটা কিছুটা হলেও তো সত্য বটে।

গণমাধ্যমের ভিডিওর টাইটেলও অবশ্য ছিল, রেদওয়ান রনির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন সাদিয়া আয়মান।

ফাতেমা তাসনিম সাদিয়া মূলত সাদিয়া আয়মান নামে পরিচিত। ইমরাউল রাফাত পরিচালিত টু বি ওয়াইফ নাটকের মাধ্যমে ২০১৯ সালে টেলিভিশন নাটকে অভিষেক করেন। এরপর শিহাব শাহীন পরিচালিত মায়াশালিক নাটকের জন্য ২০২২ সালে তিনি সেরা অভিনেত্রীর জন্য পুরস্কার অর্জন করেন।

এদিকে ছোট পর্দা পেরিয়ে বড় পর্দায় কাজ করেছেন সাদিয়া আয়মান। গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজলরেখা চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় নাম লেখান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button