রাজনীতি

‘জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন দিতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই নির্বাচন দিতে পারে না।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, আমরা শাপলা প্রতীক চেয়েছি। এটি পাওয়াতে আইনগত কোনো বাধা নেই। শাপলা প্রতীক নিয়েই আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব।

জোট রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ের হতাহতদের বিচারসহ আমাদের দাবিগুলোর সঙ্গে যদি অন্য দলগুলো একমত হয়, তাহলে জোট করতে কোনো আপত্তি নেই।

এর আগে, টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা এনসিপির সমন্বয় সভায় আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button