অন্তর্বর্তী সরকারবাংলাদেশ

গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সুপারিশ জানাতে এক সপ্তাহ সময় দিল সরকার

জুলাই সনদের আদেশ জারি নিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যথায় সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে পরিষদের জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়াকালে এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো বহু সিদ্ধান্ত নিজেরা নিয়েছে। সরকার এ পর্যন্ত বহু আনুষ্ঠানিক আলোচনার আয়োজন করেছে। সরকার এখন আর কোনো আয়োজন করবে না।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো প্রতিকূল সময়ে বহু আন্দোলন করেছেন ও নির্যাতনের শিকার হয়েছে। তারা নিজ উদ্যোগে আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে বলে প্রত্যাশা করছি।

একটি রাজনৈতিক দল থেকে ঐকমত্য কমিশন সম্পর্কে যে অভিযোগ করা  হয়েছিল এ সম্পর্কে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা বলেন, আমরা আশা করছি এ ব্যাপারেও তারা আলোচনা  করে সিদ্ধান্ত জানাবেন, অন্যথায় সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button