নির্বাচন
নির্বাচনে সেনাবাহিনীর ৯০ হাজার থেকে ১ লাখ সদস্য মোতায়েন থাকবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী তার প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী নির্বাচনের দায়িত্বে সেনাবাহিনীর ৯০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার সদস্য মাঠে থাকবে।
বুধবার দুপুরে সেনা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। তিনি বলেন,এ পর্যন্ত সেনাবাহিনী ৮১ শতাংশ লুট হওয়া অস্ত্র, ৭৩ শতাংশ গোলাবারুদ উদ্ধার করেছে এবং ১৯ হাজার অপরাধীকে আইনের আওতায় এনেছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করবে সেনাবাহিনী। জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। দেশের পরিস্থিতি ধীরে ধীরে আরও স্থিতিশীল হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।



