fbpx
জনদুর্ভোগবাংলাদেশ

ধর্মঘট প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

||বাংলা টিভি অনলাইন||

পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূর্তে আইন পরিবর্তন করার কোনো সুযোগ নেই। অপেক্ষা করতে হবে। এর মধ্যে কোনো ন্যায়সংগত বিষয় থাকলে পরে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে।

ধর্মঘট প্রত্যাহার আহ্বান করে কাদের বলেন মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই।

আজ রবিবার রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

পরিবরহন শ্রমিকদের ধৈর্য্য ধরার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে আইন পরিবর্তন করতে তো পারব না। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।’

সড়ক পরিবহন আইন-২০১৮ সংস্কারসহ ৮ দফা দাবিতে আজ রবিবার সকাল থেকে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটে সারা দেশে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক বন্ধ রয়েছে। তাদের এই ধর্মঘটে সারা দেশে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে নগর পরিবহন বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button