fbpx
বিএনপিরাজনীতি

আগামীকাল বিএনপির বিক্ষোভ সারাদেশে

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেয়ায় আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

আজ সোমবার রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল ইসলাম বলেন, ‘শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে

দূরে সরানোর জন্য এবং আসন্ন নির্বাচনে তিনি যাতে অংশগ্রহণ করতে না পারেন,

তার জন্যই একটি সাজানো মামলায় সম্পূর্ণ বেআইনিভাবে কোনো সাক্ষ্যপ্রমাণ ছাড়াই তাকে এ সাজা প্রদান করা হয়েছে।

রায়ের প্রতিবাদে আগামীকাল সারাদেশে জেলা সদরগুলোতে ও মহানগরীতে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।’

বাংলাটিভি/এসএম/এবি

 

আরো পড়ুনঃ খালেদা জিয়ার ৭ বছরের সাজা ফরমায়েশি রায়

সংশ্লিষ্ট খবর

Back to top button