fbpx
Uncategorized

ইসি সরকারের পক্ষে মাঠ তৈরি করছেন-রিজভী

ইসির বিরুদ্ধে রিজভীর অভিযোগ, ইসি সরকারের পক্ষে মাঠ তৈরি করছেন

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর অভিযোগ নির্বাচন কমিশন সরকারের পক্ষে মাঠ তৈরি করছেন ।

শুক্রবার (৯ নভেম্বর ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে নির্বাচনী পরিবেশ তৈরি না করে কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। সংলাপে কোনো সমাধান না আসলেও কেবল আওয়ামী লীগকে একতরফা সুবিধা দিতে এই আয়োজন করেছে ইসি।

এ সময় তিনি বলেন, এখনও নির্বাচন পিছিয়ে দেবার সুযোগ রয়েছে। এতে আইনের কোনো লঙ্ঘন হবেনা। সংলাপে নেতাকর্মীদের গ্রেফতার

না করতে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করননি মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, তিনি জাতিকে যেভাবে মিথ্যা আশ্বাস দেন

সেদিন ঐক্যফ্রন্ট নেতাদেরকেও তেমন আশ্বাস দিয়েছেন। তার আশ্বাসের পর নেতাকর্মীদের গ্রেফতার আরো বেড়েছে বলেও মন্তব্য করন তিনি।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করায় সরকার ও নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে রিজভী আরো বলেন,

সরকার কমিশনকে ব্যবহার করে আবারো সেই পুরনো পথে হাটছে। তবে দেশের জনগণ এবার আর কোনো ৫ জানুয়ারি মার্কা

নির্বাচন দেখতে চায় না। সংবাদ সম্মেলনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button