Uncategorizedবিএনপিরাজনীতি

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি চলছে। আজ বুধবার দুপুর পৌনে একটার দিকে এই সংঘর্ষ বাধে। সংঘর্ষে এ পর্যন্ত কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণে মনোনয়ন জমা দিতে বিএনপির কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তার সঙ্গে সেখানে উপস্থিত হন বিপুল সংখ্যক নেতাকর্মী। বেলা ১১টার দিকে তার শোডাউন শুরু করে নেতাকর্মীরা। এ সময় রাস্তা সচল রাখার চেষ্টা করলে বিএনপির এক নেতার সঙ্গে পুলিশের তর্ক বাধে। এক পর্যায়ে দুই কর্মীর ওপর পুলিশ লাঠিচার্জ করার পরই সংঘর্ষ শুরু হয়।

এ সময় কয়েকজন আহত হন। আহতদের একজনকে আঞ্জুমানে মফিদুলের গাড়িতে করে হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা গেছে।

সকাল থেকেই নয়াপল্টন কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি বেশি ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা কিছুটা ভীতসন্ত্রস্ত। গত দুদিনের মতো স্লোগানে ফেটে পড়ছেন না তারা।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button