fbpx
অন্যান্যরাজনীতি

সিইসিকে বি. চৌধুরীর চিঠি

নির্বাচনী জোটের প্রতীক বরাদ্দের সময়সীমা ১০ দিন বাড়িয়ে ২৬ নভেম্বর করার অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি পাঠিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী।

বৃহস্পতিবার সকাল ১০টায় নির্বাচনী জোটের প্রতীক বরাদ্দের সময়সীমা ১০ দিন বাড়িয়ে ২৬ নভেম্বর করার অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি নিয়ে যান বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান ও বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া।

চিঠিতে বি চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিলের পর জোটের প্রতীক বরাদ্দের জন্য সময়সীমা ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। যুক্তফ্রন্ট এখনও জোট সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে।

তাই নির্বাচনী জোটের প্রতীক বরাদ্দের সময়সীমা বৃদ্ধি করা যৌক্তিক ও প্রয়োজন।

বি চৌধুরী সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং জোটভুক্ত দলগুলোর সম্প্রসারণের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নির্বাচনী জোটের প্রতীক বরাদ্দের সময়সীমা ১০ দিন বৃদ্ধি করে ২৬ নভেম্বর পুনর্নির্ধারণের জন্য সিইসিকে অনুরোধ জানান।

বাংলাটিভি/আএসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button